শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মক্সিকোর সামরিক বাহিনী ও পুলিশ ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক তরুণীকে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। এফবিআই তাকে তাদের ১০ জন মোস্ট ওয়ান্টেড পলাতক ব্যক্তির একজন হিসেবে ঘোষণা করেছিল। কর্তৃপক্ষ গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এফবিআই এর তথ্য অনুসারে, ২৭ বছর বয়সী আলেজান্দ্রো রোসালেস কাস্তিলো একজন মার্কিন নাগরিক, ট্রুক কুয়ান ‘স্যান্ডি’ লি লে নামের একজন নারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত। তিনি সেই নারীর সঙ্গে নর্থ ক্যারোলাইনা রাজ্যের শার্লটের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
এফবিআই জানিয়েছে, কাস্তিলোকে গত শুক্রবার মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তর-পূর্বে পাচুকা শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
মেক্সিকোর নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তার বিরুদ্ধে ‘রেড নোটিশ এবং গ্রেপ্তারি পরোয়ানা’ জারি এবং হত্যা, সশস্ত্র ডাকাতি, যানবাহন চুরি এবং অপহরণের অভিযোগ রয়েছে।
রোসালেস কাস্তিলোকে আইনগত কার্যক্রম শুরু করার জন্য সরকারি প্রসিকিউটরের সামনে হাজির করা হয়েছে।
রোসালেস কাস্তিলোকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য এফবিআই ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা করেছিল।
এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘ কাস্তিলোকে খুঁজে বের করার জন্য অনেক সময় ধরে কাজ করেছে। অবশেষে গত কয়েক বছর ধরে সে কোথায় লুকিয়ে ছিল তা বের করতে পেরেছে।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, রোজালেস কাস্তিলোর ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই তরুণীর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি তার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন।
উত্তর ক্যারোলিনার শার্লটের একটি গ্যাস স্টেশনে তার সাথে দেখা করতে রাজি হওয়ার পর সে নিখোঁজ হয়ে যায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে তদন্তকারীরা বলেন, কাস্তিলো ওই নারীকে একটি এটিএম বুথ থেকে ওই নারীর সঞ্চয় উত্তোলন করতে বাধ্য করেছিলেন, এরপর তাকে একটি বনাঞ্চলে নিয়ে গিয়ে মাথায় গুলি করেন।