শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় বাধা দেওয়া ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্পের এ হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফরাসি ও ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে মাখোঁ বলেন, ‘শুল্ক আরোপের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বর্তমান প্রেক্ষাপটে এর কোনো স্থান নেই।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি এই হুমকি কার্যকর করা হয়, তবে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে এর জবাব দেবে। আমরা ইউরোপের সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করব।’
মাখোঁ জানান, এই লক্ষ্য নিয়েই তিনি ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।
গ্রিনল্যান্ড দখল সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা করেন ট্রাম্প। আগামী ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করারও হুমকি দেন তিনি।