শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আর্কটিক অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ মন্ত্রী নাজা নাথানিয়েলসেন। শনিবার তিনি এই প্রতিক্রিয়া জানান।
নুক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড-ইন-এ দেওয়া এক বার্তায় গ্রিনল্যান্ডের এই মন্ত্রী বলেন, ‘হুমকির মুখে থাকা দেশগুলোর প্রাথমিক প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত।
কূটনীতি এবং মিত্রশক্তির এই সংহতি বজায় থাকবে বলে আমি আশাবাদী ও কৃতজ্ঞ।’
এর আগে একই দিনে ট্রাম্প গ্রিনল্যান্ডে সেনা পাঠানো ইউরোপের আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেন। মূলত ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প। তবে বেশ কয়েকজন ইউরোপীয় নেতা এই হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।