শিরোনাম

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাশিয়ার সঙ্গে প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের আলোচকরা শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ইউক্রেন প্রতিনিধি দলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইউক্রেন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের চতুর্থ বার্ষিকীর কয়েক দিন আগে অনুষ্ঠেয় এ আলোচনা হবে মায়ামিতে।
কিয়েভ মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চাইছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ সহযোগী কিরিলো বুদানোভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে পৌঁছেছি। নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ এবং আলোচক ডেভিড আরাখামিয়াসহ আমরা আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে শান্তি চুক্তির বিস্তারিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব।
তিনি আরও বলেন, স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ড্যানিয়েল ড্রিসকলের (মার্কিন আমি সেক্রেটারি) সঙ্গে একটি যৌথ বৈঠকের পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে চাপ প্রয়োগ করে আসছেন এবং উভয় পক্ষের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তবে এতে তেমন অগ্রগতি হয়নি। তিনি ইউক্রেনকে শান্তি পরিকল্পনার শর্ত মেনে নিতে চাপ দিয়েছেন। কিয়েভ বিষয়টিকে আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করে।
এর আগে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোকপাত করা হবে।
জেলেনস্কি শুক্রবার বলেছেন, তিনি আশা করেন ইউক্রেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে।