বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে এরদোয়ানকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস)-এ যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার তুরস্ক জানিয়েছে, গতকাল শুক্রবার ট্রাম্পের পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে ট্রাম্প তাকে বোর্ডের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হওয়ার আমন্ত্রণ জানান।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান।