শিরোনাম

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকার ২০০ ঘন্টারও বেশি সময় পর, ইরানে ইন্টারনেট সংযোগ ‘খুব সামান্য’ উন্নতি হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস শনিবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছে, ‘২০০ ঘন্টারও বেশি সময় পর, আজ সকালে ইরানে ইন্টারনেট সংযোগে খুব সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে।’
তারা আরও জানায় যে, সংযোগ স্বাভাবিক স্তরের মাত্র ২ শতাংশ এবং ‘উল্লেখযোগ্য’ কোনও লক্ষণ নেই।
পর্যবেক্ষকরা গতকাল শুক্রবার জানিয়েছেন, ইরানের ধর্মভিত্তিক সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কঠোর দমন-পীড়নের পর শান্ত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এটি দেশের সবচেয়ে বড় প্রতিবাদের এক সপ্তাহ পরে ঘটেছে।
ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজার বন্ধের মাধ্যমে শুরু হয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনব্যবস্থা অপসারণের দাবিতে গণআন্দোলনে রূপ নেয়।