শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় সুইজারল্যান্ড বৃহস্পতিবার বার্নে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগ প্রধান মনিকা শমুটজ কিরগোজ আরটিএস পাবলিক ব্রডকাস্টারকে বলেন, এই তলবের মাধ্যমে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত।
তিনি বলেন, ‘আমরা ইরানি নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
তিনি সুইজারল্যান্ডের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এবং শক্তভাবে মৃত্যুদণ্ডের যেকোনো রূপের বিরোধিতা করি।’
গত সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। তবে দমন-পীড়ন ও প্রায় এক সপ্তাহব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে গত কয়েকদিনে বিক্ষোভ কিছুটা শিথিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এনজিও বুধবার জানিয়েছে, ইরানি নিরাপত্তা বাহিনী অন্তত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে। তারা সতর্ক করেছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানি সরকার ‘দাঙ্গাবাজদের’ বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা দাবি করেছে, এসব দাঙ্গাবাজ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডেরও হুঁশিয়ারি দিয়েছিল ইরান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। তবে বুধবার তিনি পদক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দেন।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করছে এবং অন্যান্য চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতা করছে।
মন্ত্রণালয় এএফপিকে এক ইমেইলে জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি লারিজানি বুধবার জ্যেষ্ঠ সুইস কূটনীতিক গ্যাব্রিয়েল লিউচিঙ্গারের সঙ্গে ফোনে কথা বলেছেন।
মন্ত্রণালয় আরও জানায়, বার্ন আলোচনায় প্রস্তাব দিয়েছ, তারা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অবদান রাখতে প্রস্তুত। তবে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।