শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি ‘নতুন কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন কানাডার প্রধানমন্ত্রী।
বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বৈঠকে মার্ক কার্নি বলেন, ‘অতীতের সম্পর্কের সেরা দিকগুলোকে ভিত্তি করে আমরা একযোগে একটি নতুন সম্পর্ক গড়ে তুলতে পারি।’
তিনি বিশেষ করে কৃষি, জ্বালানি ও অর্থনীতি— এ তিনটি খাতে দ্রুত অগ্রগতির সম্ভাবনার কথা তুলে ধরেন।
বিশ্লেষকরা মনে করছেন, কানাডার পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতেই কার্নি চীনের সঙ্গে এই ঘনিষ্ঠতার উদ্যোগ নিয়েছেন।
কানাডার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, গত বছরের অক্টোবরে এপেক শীর্ষ সম্মেলনে তাদের সাক্ষাতের পর থেকে চীন-কানাডা সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে।
তিনি বলেন, ‘আমাদের গত বছরের সেই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পথে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। চীন ও কানাডার সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশ দুই দেশেরই অভিন্ন স্বার্থ রক্ষা করবে।’
সাম্প্রতিক মাসগুলোতে পারস্পরিক সহযোগিতা পুনরুদ্ধারে দুই দেশের আলোচনা এগিয়ে চলায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের কর্মকর্তারা বাণিজ্য শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট সির সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও আলোচনা করেন মার্ক কার্নি। সফরকালে চীনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যই মূল প্রাধান্য পাবে।