শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): হোয়াইট হাউসে বৈঠকের পর বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, তার নিজ কাজের স্বীকৃতিস্বরূপ মাচাদো তাকে ‘তার নোবেল শান্তি পুরস্কার’ উপহার দিয়েছেন।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি একজন অসাধারণ নারী। অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে।’
মাচাদোর পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দেওয়াকে তিনি ‘পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ প্রকাশ’ বলে অভিহিত করেন।