বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ২০:২৮

রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর বলার অভিযোগ ‘ভিত্তিহীন’: যুক্তরাজ্য

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মস্কোয় নিযুক্ত ব্রিটিশ এক কূটনীতিককে ‘গুপ্তচর’ হিসেবে অভিযুক্ত করেছে রাশিয়া। তবে এ দাবিকে ‘ দুরভিসন্ধিমূলক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার মস্কো ওই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর লন্ডনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘আমাদের কর্মীদের বিরুদ্ধে ক্রেমলিনের এ ধরনের দুরভিসন্ধিমূলক ও ভিত্তিহীন অভিযোগ তোলার ঘটনা এবারই প্রথম নয়। এর জবাবে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আমরা খতিয়ে দেখছি।’