বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫০

ইরানে সামরিক অভিযানের বিপক্ষে তুরস্ক : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তুরস্ক বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের বিরোধিতা করছে। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তুরস্কের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো। 

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার ইস্তাম্বুলে বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিপক্ষে। আমরা বিশ্বাস করি, ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের নিজেদেরই সমাধান করা উচিত।’

তিনি আরও বলেন, ইরানের অর্থনৈতিক অসন্তোসকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই সংকটকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ হিসেবে দেখা ঠিক হবে না।