শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাশিয়া মঙ্গলবার ভোরে ইউক্রেনে দুই ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা চালিয়েছে। এতে চারজন নিহত হয় এবং একটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইউক্রেনের নাজুক জ্বালানি ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে।
খারকিভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চারজন নিহত হওয়া পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এএফপি’র এক সাংবাদিক দেখেছেন-অগ্নিনির্বাপক কর্মীরা ডাকঘর এলাকায় আগুন নেভাতে ব্যস্ত এবং উদ্ধারকর্মীরা হিমশীতল আবহাওয়ায় টর্চের আলোয় আহতদের সহায়তা করছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার পর কিয়েভের আশপাশের এলাকায় কয়েক লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তিনি আবারও মিত্রদের প্রতি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বিশ্ব নতুন সহায়তা প্যাকেজের মাধ্যমে এই রুশ সন্ত্রাসের জবাব দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়াকে বুঝতে হবে, শীত তাকে যুদ্ধ জিততে সাহায্য করবে না।’
হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভ ও আশপাশের অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। কর্তৃপক্ষ জানায়, হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় মেরামত কাজ জটিল হয়ে পড়ছে।
ইউক্রেনের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানায়, রুশ বাহিনী তাদের একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। অক্টোবর থেকে এটি তাদের বিদ্যুৎকেন্দ্রে অষ্টম হামলা।
তবে, কোন বিদ্যুৎকেন্দ্রটি আক্রান্ত হয়েছে, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। ডিটিইকে জানায়, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ২২০ বারেরও বেশি হামলা চালানো হয়েছে।