বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯

হাঙ্গেরিতে ‘আশ্রয়’ পেলেন পোল্যান্ডের সাবেক মন্ত্রী

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): অপরাধের শিকারদের জন্য বরাদ্দ তহবিল আত্মসাৎ করে অবৈধভাবে ইসরাইলি স্পাইওয়্যার কেনার অভিযোগসহ একাধিক অভিযোগে অভিযুক্ত পোল্যান্ডের সাবেক বিচারমন্ত্রী জানিয়েছেন, তিনি হাঙ্গেরিতে ‘আশ্রয়’ পেয়েছেন।

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো নিশ্চিত করেছেন যে, বুদাপেস্ট পোল্যান্ডে রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের ‘আশ্রয় বা শরণার্থী মর্যাদা’ দিয়েছে, যদিও তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেননি।

পোল্যান্ডের রক্ষণশীল সাবেক বিচারমন্ত্রী জ্বিবনিয়েভ জিওব্রো ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ল’ অ্যান্ড জাস্টিস (পিআইএস) দলের সরকারের সদস্য ছিলেন। দলটি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান-এর ঘনিষ্ঠ মিত্র।

তার বিরুদ্ধে ২৬টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, সংগঠিত অপরাধী চক্র পরিচালনা এবং অপরাধের শিকারদের জন্য বরাদ্দ অর্থ ব্যবহার করে ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যার কেনা-যা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নজরদারির জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ।