বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৪:২১

উত্তর সাগরে ট্যাঙ্কার দুর্ঘটনায় রাশিয়ান ক্যাপ্টেন যুক্তরাজ্যের বিচারের মুখোমুখি

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : উত্তর সাগরের যুক্তরাজ্যের উপকূলে গত বছর একটি ট্যাঙ্কারকে ধাক্কা  দেওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন ক্রু সদস্যের মৃত্যু হয়।

ওই ঘটনার সূত্রপাতকারী একটি পণ্যবাহী জাহাজের রাশিয়ান ক্যাপ্টেনের বিরুদ্ধে সোমবার ক্রু সদস্যের মৃত্যুর জন্য বিচারের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্ট পিটার্সবার্গের ৫৯ বছর বয়সী ভøাদিমির মতিনের বিরুদ্ধে গুরুতর অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং লন্ডনের ওল্ড বেইলি আদালতে তার বিচারের মুখোমুখি হতে হবে যা কয়েক সপ্তাহ ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের ১০ মার্চ ভোরে তার দায়িত্বে থাকা পণ্যবাহী জাহাজ, পর্তুগিজ পতাকাবাহী সোলং, জেট-ফুয়েল-বোঝাই স্টেনা ইম্যাকুলেট ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়, যার ফলে দুটি জাহাজেই আগুন ধরে যায় এবং উপকূলের বাইরে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।

মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারটি মার্কিন সামরিক বাহিনী ভাড়া করেছিল, দুর্ঘটনার সময় উত্তর-পূর্ব ইংল্যান্ডের হাল বন্দর থেকে ১৩ মাইল (২১ কিলোমিটার) দূরে নোঙর করা ছিল।

ফিলিপাইনের সোলং ক্রু সদস্য মার্ক অ্যাঞ্জেলো পার্নিয়া, দুর্ঘটনায় নিখোঁজ হয় এবং ধারণা করা হচ্ছে তিনি নিহত হয়েছেন। জ্বালানিবাহী একটি ট্যাঙ্ক ফেটে যাওয়ার পর পরিবেশগত ক্ষতির আশঙ্কাও তৈরি হয়।