বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১২:১৫

এক নারীর হত্যাকাণ্ডে তীব্র উত্তেজনা সত্ত্বেও মিনিয়াপোলিসে আরও এজেন্ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আরও শত শত ফেডারেল এজেন্ট পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম। তিনি গতকাল রোববার এ কথা বলেন।  

অভিবাসন বিভাগের এক কর্মকর্তার গুলিতে এক নারী বিক্ষোভকারী নিহত হওয়ার পর শহরটির ডেমোক্র্যাট নেতারা এজেন্টদের প্রত্যাহারের যে দাবি জানিয়েছেন তা তিনি উপেক্ষা এ সিদ্ধান্ত নিচ্ছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে, ক্রিস্টি নোয়েম ঐ কর্মকর্তাকে সরাসরি সমর্থন করেছেন। ওই কর্মকর্তা মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুডকে গুলি করে হত্যা করেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান নোয়েম আবারও দাবি করেছেন যে, বুধবার মধ্য-পশ্চিমাঞ্চলের ওই শহরে গুডের কর্মকাণ্ড ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’-এর শামিল ছিল এবং গুডকে তার গাড়ির ভেতরে গুলি করার সময় ওই এজেন্ট আত্মরক্ষার জন্যই তা করেছেন।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেসহ উল্লেখযোগ্য ডেমোক্র্যাট রাজনীতিবিদরা কঠোরভাবে এই বক্তব্যের নিন্দা করেছেন। তারা বলেছেন যে, ঘটনাস্থলের ভাইরাল ভিডিও ফুটেজে গুডের গাড়িটি এজেন্টের কাছ থেকে দূরে ঘুরে যাচ্ছে এবং এজেন্টের জীবনের জন্য কোনো হুমকি তৈরি করছে না।  এটি ফেডারেল সরকারের দেয়া আত্মরক্ষার যুক্তিটির সঙ্গে মিলছে না।

সিএনএন বারবার নোয়েমকে প্রশ্ন করেছে যে, কীভাবে তিনি এমন চূড়ান্ত বিবৃতি দিতে পারেন, যখন ঘটনার তদন্ত মাত্রই শুরু হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, প্রশাসন সঠিক অবস্থানে আছে।

তিনি বলেন, ‘আমরা কেন এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে ঝগড়া করছি, যিনি মানুষকে নিরাপদ রাখার জন্য কাজ করছেন?’।

রোববার রাতে মিনেসোটার ঘটনায় মারাত্মক বল প্রয়োগ ন্যায্য কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন যে গুড " ‘হিংস্র’ ছিলেন এবং ‘আইন প্রয়োগকারী সংস্থার প্রতি খুবই অসম্মান দেখিয়েছেন।’

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এরা পেশাদার আন্দোলনকারী, এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এমন অবস্থার মধ্যে রাখা উচিত নয় যেখানে তাদের এই ধরনের আচরণ সহ্য করতে হবে।’