শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কিউবাকে সতর্ক করে বলেছেন, তারা যেন অবিলম্বে চুক্তির আওতায় আসে, অন্যথায় তাদের অনির্দিষ্ট পরিণতির সম্মুখীন হতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে হাভানায় ভেনেজুয়েলার তেল ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাবে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, কিউবার জন্য আর কোনো তেল বা অর্থ যাবে না— শূন্য! আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, তারা যেন অবিলম্বে একটি চুক্তি করে।
মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর ট্রাম্প এ মন্তব্য করলেন। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের সময় ডজনখানেক ভেনেজুয়েলান ও কিউবান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।
রোববার সকালে ট্রাম্প একটি বার্তা পুনঃপ্রচার করেন। এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন কমিউনিস্ট-শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। ট্রাম্প সেই পোস্টে বলেন, এটা আমার কাছে ভালোই শোনাচ্ছে!
এর কিছুক্ষণ পর নিজের পোস্টে ট্রাম্প বলেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়েছে। এর বিনিময়ে কিউবা ভেনেজুয়েলার বিগত দু’জন একনায়কের ‘নিরাপত্তা সেবা’ দিয়েছে, কিন্তু আর নয়!
তিনি আরো বলেন, গত সপ্তাহের মার্কিন হামলায় অধিকাংশ কিউবান (মাদুরোর নিরাপত্তা রক্ষী) মারা গেছে। সেই গুণ্ডা ও চাঁদাবাজদের কাছ থেকে ভেনেজুয়েলার আর কোনো সুরক্ষার প্রয়োজন নেই। তারা বহু বছর ধরে তাদের জিম্মি করে রেখেছিল।
মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় হাভানা ২০০০ সাল থেকে ক্রমশ ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল হয়ে ওঠে, যা মাদুরোর পূর্বসূরি হুগো শাভেজের সঙ্গে করা এক চুক্তির অংশ হিসেবে সরবরাহ করা হতো।