বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ২০:৩৬

ইউরোপ সিরিয়াকে ‘যথাসম্ভব’ সহায়তা করবে : ইইউ প্রধান

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েন শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে বলেছেন, ইউরোপ সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে ‘যথাসাধ্য’ সহায়তা করবে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৪ সালের  ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর ইইউ’র শীর্ষ কর্মকর্তা ফন ডার লায়েন ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তার সঙ্গে আঞ্চলিক সফরে রয়েছেন।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে গত কয়েকদিন ধরে প্রাণঘাতী সংঘর্ষ চলছে। এমন সময়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা দেশটিতে সফরে গেলেন।

ভন ডার  লিয়েন এক্স-এ লিখেছেন, ইউরোপ সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে যতটুকু সম্ভব সহায়তা করবে।

সিরিয়ার প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ পুনর্গঠনসহ সহযোগিতা, মানবিক বিষয় এবং ইউরোপে শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করেছে।

বৃহস্পতিবার ইইউ নেতাদের দামেস্কে আগমনের প্রাক্কালে ইইউ-জর্ডানের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা সিরিয়ার নেতৃত্বাধীন ও সিরিয়ার মালিকানাধীন শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের সহযোগিতায় একসঙ্গে কাজ চালিয়ে যাব।

বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইইউ তার আমলে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত মার্চে ইইউ ২০২৫-২৬ সালের জন্য সিরিয়াকে প্রায় ২.৫ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

আঞ্চলিক সফরের অংশ হিসেবে ভন ডার  লিয়েন ও কস্তা শুক্রবার লেবাননও সফর করেছেন।