শিরোনাম

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন না, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আক্রমণ করবে। এ ধরনের পদক্ষেপে তিনি সমর্থন করবেন না।
রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মেলোনি বলেন, ন্যাটোকে আর্কটিক অঞ্চলের ওপর আরও বেশি মনোযোগ দেওয়া উচিত এবং নিরাপত্তা বজায় রাখা ও শত্রুভাবাপন্ন দেশগুলোকে দূরে রাখতে মিত্রদের ‘গুরুত্বপূর্ণ উপস্থিতি’ নিশ্চিত করা উচিত।
ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ডানপন্থি এই নেতা ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবস্থানকে সমর্থন করে প্রায়ই ব্যতিক্রমী অবস্থান নেন।
ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছেন এবং ডেনমার্ক-শাসিত আর্কটিক ভূখণ্ডে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ ন করেননি।
নববর্ষের সংবাদ সম্মেলনে মেলোনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক পদক্ষেপ নেবে। এমন একটি বিকল্পের সঙ্গে আমি স্পষ্টভাবেই একমত নই।’
তিনি আরও বলেন, এমন পদক্ষেপ ‘কারও স্বার্থে নয়, এমনকি যুক্তরাষ্ট্রেরও নয়।’
মেলোনি বলেন, আমি মনে করি ট্রাম্প প্রশাসন মূলত দৃঢ়ভাবে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের ওপর মনোযোগ দিচ্ছে, যা তাদের স্বার্থ ও নিরাপত্তার জন্য।
তিনি আরও বলেন, আমি অব্যাহতভাবে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র যে বার্তা দিতে চায় তা হলো তারা অতিরিক্ত বিদেশি হস্তক্ষেপ গ্রহণ করবে না। এটি তাদের নিরাপত্তা ও স্বার্থের জন্যই কৌশলগত বিষয়।
মেলোনি জানান, ইতালি নিজস্ব একটি আর্কটিক কৌশল প্রণয়ন করছে, যার লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা রক্ষা, ইতালীয় কোম্পানিগুলোকে বিনিয়োগে সহায়তা করা এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত গবেষণা এগিয়ে নেওয়া।