বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪২

ফ্রান্সে ঝড়ে ৩ লাখ ৮০ হাজার পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): তীব্র বাতাস নিয়ে ‘গোরেত্তি ঝড়’ উত্তর ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়ায় শুক্রবার সকালে ফ্রান্সে প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

ফ্রান্সের রেনেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনেদিস এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারের বেশির ভাগই নরম্যান্ডির উত্তরাঞ্চলের। এ ছাড়া ব্রিটানি, পিকার্দি ও ইল-দ্য-ফ্রঁস অঞ্চলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড় গোরেত্তি আঘাত হানার আগেই ফ্রান্স ও ব্রিটেনের আবহাওয়া সংস্থাগুলো মানুষকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করে।

কর্তৃপক্ষ জানায়, রাতে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের মানশ এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ২১৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে।