শিরোনাম

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর উপকণ্ঠে বোমা হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় কমপক্ষে তিন জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রাশিয়া শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর, কিয়েভে এ বোমাবর্ষণ চালায়।
আজ শুক্রবার কিয়েভের মেয়র এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার হামলার ফলে দেশটির বিমান বাহিনী দেশব্যাপী ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মেয়র ভিটালি ক্লিচকোর বলেন, রাশিয়ার হামলায় ‘তিন জন নিহত ও ১৩ জন আহত’ হয়েছে এবং কিয়েভের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ‘রাশিয়া একটি আবাসিক ভবনে দ্বিতীয়বার ড্রোন হামলা চালালে একজন চিকিৎসক নিহত হয়। প্রাথমিক হতাহত তালিকায় ওই চিকিৎসক অন্তর্ভুক্তি হয়েছে কি-না, তা জানা যায়নি।’
আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক বিমান হামলার সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত, মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।
রাশিয়ার বোমারু বিমান আকাশে ছিল, তা নিশ্চিত করার পর দেশটির বিমান বাহিনী সতর্ক করে দিয়েছে যে সমগ্র ইউক্রেন ক্ষেপণাস্ত্র হুমকির মুখে রয়েছে।
সশস্ত্র বাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে, মধ্যরাতের ঠিক আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অবকাঠামো স্থাপনাগুলোতে’ আঘাত হেনেছে।
লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, এই হামলায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি-না, তা নির্ধারণ করছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।
হামলার পর, আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে যে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।
বৃহস্পতিবার কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে যে আগামী কয়েক দিনের মধ্যে যে কোনো সময় ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলা’ ঘটতে পারে। তারপরই সর্বশেষ এই হামলাটি ঘটল।