বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৩

ফিলিপাইনে ল্যান্ডফিল ধসে নিহত ১, নিখোঁজ ৩৮

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): ফিলিপাইনের মধ্যাঞ্চল একটি ল্যান্ডফিল (বর্জ্য পুতে রাখার নির্দিষ্ট স্থান) ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৩৮ জন। 

শুক্রবার দেশটির উদ্ধারকর্মীরা জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সেবু নগরীর বিনালিউ ল্যান্ডফিলে এ দুর্ঘটনা ঘটে। 

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সরকার পরিচালিত ওই ডাম্পিং সাইটে হঠাৎ করেই আবর্জনার বিশাল স্তূপটি ভেঙে পড়ে। প্রকাণ্ড স্তূপটির নিচে বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী চাপা পড়েন।

প্রায় ১০ লাখ জনসংখ্যার সেবু নগরীটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। নগরীর মেয়র নেস্টর আর্কিভালের ফেসবুকের অফিসিয়াল পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় অন্তত ১২ জন কর্মীকে আবর্জনার নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়র নেস্টর আর্কিভাল জানান, নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা পূর্ণোদ্যমে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

কনসোলাসিওন থানার বেসামরিক কর্মী মার্জ পারকোটেলো বলেন, ‘ধসের কারণ আমরা জানি না।’

তিনি বলেন, ‘অনেক ভুক্তভোগীই কনসোলাসিওনর বাসিন্দা।’