শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দুর্নীতির মামলায় অভিযুক্ত ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী ক্যান অফোরি-আট্টাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।
আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
৬৬ বয়সী ঘানার এই সাবেক মন্ত্রী চিকিৎসার জন্য গত বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ফেব্রুয়ারিতে ঘানা তাকে পলাতক ঘোষণা করে। এরপর গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়।
ক্যান অফোরি-আট্টার আইনজীবীরা বুধবার রাতে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন। যুক্তরাষ্ট্রে তার বর্তমান অবস্থানের স্ট্যাটাস নিয়ে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মঙ্গলবার তাকে আটক করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যান অফোরি-আট্টার যুক্তরাষ্ট্রের আইনজীবী দল আইসিই-এর সঙ্গে যোগাযোগ রাখছে এবং দ্রুত বিষয়টির সমাধান হবে বলে আশা করছে।
এতে জোর দিয়ে বলা হয়েছে, অফোরি-আট্টা অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
আইসিই-এর অনলাইন ডাটাবেজে দেখা গেছে, অফোরি-আট্টা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্থাপনায় আটক রয়েছেন।
অফোরি-আট্টা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর অধীনে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিতর্কিত কর সংস্কার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার তত্ত্বাবধান করেছেন।