বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২১:০৬

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার জানিয়েছে, তারা ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতাদের সিদ্ধান্তে নির্দেশনা দেবে এবং দেশের তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিয়ন্ত্রণ করবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে বলেছেন, যুক্তরাষ্ট্র কার্যত ভেনেজুয়েলা পরিচালনা করতে পারে এবং বছরের পর বছর দেশটির তেলসম্পদ ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্র এই আধিপত্যের ঘোষণার বিষয়ে তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশটির অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজ বলেছেন, কারাকাসে কোনো বিদেশি শক্তি শাসন করছে না।

পূর্বসূরি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, আমাদের সম্পর্কের ওপর এমন একটি কলঙ্ক পড়েছে যা আমাদের ইতিহাসে আগে কখনো ঘটেনি।

গত শনিবার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এক ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে বিচার চলছে।

ট্রাম্প এটিকে তার ঘোষিত ‘ডনরো ডকট্রিন’-এর অংশ হিসেবে উল্লেখ করেছেন, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব অঞ্চলে আধিপত্যের প্রতীক।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেন, মাদুরোকে আটক করার পর আমরা স্পষ্টতই ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষের ওপর সর্বোচ্চ প্রভাব বিস্তার করছি। আমরা অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছি এবং তাদের সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র দ্বারা নির্দেশিত হতে থাকবে।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে। দেশটির রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি তেলসম্পদ।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ তিন মাস, ছয় মাস বা এক বছর স্থায়ী হবে কি না, এ বিষয়ে জিজ্ঞেসা করা হলে ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে বলেন,  আমি বলব আরও অনেক দীর্ঘ সময়।

এদিকে বুধবার কারাকাস ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে এবং সমান সংখ্যক আহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, আহতদের মধ্যে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও রয়েছেন। তবে এই দম্পতিকে চলতি সপ্তাহের শুরুতে নিউইয়র্ক আদালতে হাজিরার সময় পায়ে হেঁটে যেতে দেখা গেছে।

হাভানার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কিউবার সেনাবাহিনীর ৩২ জন সদস্যও রয়েছে। মাদুরো তার পূর্বসূরি হুগো শাভেজের মতো বিশেষায়িত কিউবান সৈন্যদের দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছিলেন।