বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫

বেসামরিক নাগরিকদের আলেপ্পোর কুর্দি এলাকা ছাড়তে বলল সিরিয়া

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার বেসামরিক নাগরিকদের আলেপ্পো শহরের অবরুদ্ধ দু’টি কুর্দি এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। তারা কুর্দি অবস্থানগুলো লক্ষ্য করে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে।

আলেপ্পো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংঘর্ষে এক ডজনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর হাজারো মানুষ ইতোমধ্যেই ওই এলাকা ত্যাগ করেছে।

উভয় পক্ষ গত বছরের মার্চে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার উত্তরে কুর্দিদের পরিচালিত আধা-স্বায়ত্তশাসিত প্রশাসন ও সেনাবাহিনীকে দেশের নতুন ইসলামপন্থী সরকারের সঙ্গে একীভূত করার কথা রয়েছে।

এএফপি’র স্থানীয় সংবাদদাতাদের মতে, বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো আলেপ্পোতে দোকান, বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ ছিল। মঙ্গলবার শুরু হওয়া এ সহিংসতায় ১৭ জন নিহত হয়েছে।

বুধবার সেনাবাহিনী দু’টি করিডোর তৈরি করে শেখ মাকসুদ ও আশরাফিয়াহ নামের দু’টি কুর্দি এলাকা থেকে হাজারো বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়। এরপর নির্ধারিত সময়সীমা শেষে সেনারা ওই এলাকাগুলোতে গোলাবর্ষণ করে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ আবারো ঘোষণা দেয়, বেসামরিক নাগরিকরা স্থানীয় সময় দুপুর ১টার আগে এলাকা ছাড়তে পারবে।

সেনাবাহিনী সতর্ক করে জানায়, সময়সীমা শেষ হওয়ার আধা ঘণ্টা পর থেকে তারা পুনরায় গোলাবর্ষণ শুরু করবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং দ্রুত মার্চ মাসের চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন বলে তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার কুর্দি সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘গুরুতর ও বিপজ্জনক’ হামলার নিন্দা জানিয়েছেন।

গত জুলাই মাসে সিরিয়ার ইসলামপন্থী সরকার ও দক্ষিণাঞ্চলের দ্রুজ সংখ্যালঘুদের মধ্যে সহিংসতার সময় ইসরাইল দামেস্কে বোমা হামলা চালায়। ইসরাইল বলেছে, তারা ওই সম্প্রদায়কে রক্ষা করতে চায়। তাদের  অনেকেই ইসরাইলে বসবাস করে।

সিরিয়ার নতুন সরকারের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক জানিয়েছে, দামেস্ক চাইলে তারা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারকে সহায়তায় প্রস্তুত।