শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): ক্যারিবীয় সাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকার জাহাজ জব্দ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই দিনে মার্কিন বাহিনীর হাতে জব্দ হওয়া এটি দ্বিতীয় জাহাজ।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড (ইউএস সাউদার্ন কমান্ড), যা ওই অঞ্চলের দায়িত্বে রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘মার্কিন সদস্যরা কোনো ধরনের ঘটনা ছাড়াই রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত একটি ডার্ক ফ্লিটের মোটর ট্যাংকার আটক করেছে। জব্দ করা জাহাজ এম/টি সোফিয়া আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল এবং ক্যারিবীয় সাগরে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।’