বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৪০

বার্ষিক সফরে চার আফ্রিকান দেশ যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): চীনের শীর্ষ কূটনীতিক বুধবার আফ্রিকা সফরে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক রাজনৈতিকভাবে সংবেদনশীল কয়েকটি অঞ্চল অন্তর্ভুক্ত চার দেশের এই সফরে বাণিজ্য জোরদার করাই লক্ষ্য।

বেইজিং থেকে এএফপি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইথিওপিয়া, সোমালিয়া, তানজানিয়া ও লেসোথো সফর করবেন এবং সোমবার সফর শেষ করবেন।

সাম্প্রতিক কয়েক দশক ধরে চলে আসা চীনা কূটনৈতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতি বছরের প্রথম বিদেশ সফর হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকায় যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সফরের লক্ষ্য হলো ‘সব পক্ষের সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করাৃ এবং বিনিময় ও পারস্পরিক শেখা জোরদার করা।’

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীন আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, ২০২৪ সালে দুই পক্ষের বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২৯৬ বিলিয়ন ডলার।

বেইজিং আফ্রিকায় লক্ষাধিক কর্মী ও প্রকৌশলী পাঠিয়েছে এবং তামা, স্বর্ণ ও লিথিয়ামসহ বিপুল খনিজ সম্পদে কৌশলগত প্রবেশাধিকার অর্জন করেছে।

ওয়াং ই’র সোমালিয়া সফরটি দরিদ্র হর্ন অব আফ্রিকা দেশটির প্রতি চীনের সমর্থনকে তুলে ধরে। সোমালিয়া এ সপ্তাহে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ড সফরের নিন্দা জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ ডিসেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ‘দৃঢ়ভাবে অবস্থান’ নিয়েছে।

এরপর ওয়াং তানজানিয়া সফর করবেন, যেখানে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের সময় ও পরে নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ওই নির্বাচনে সব প্রধান বিরোধী প্রার্থীকেই অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

ওয়াংয়ের সফরের শেষ গন্তব্য লেসোথোতে গত বছর যুক্তরাষ্ট্র আরোপিত রপ্তানি শুল্কের কারণে ব্যাপক কর্মসংস্থান হারানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছিল।