শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মস্কোর কাছে গোপন তথ্য বিক্রির দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গুপ্তচর অ্যালড্রিচ আমেস গতকাল সোমবার কারাগারে মারা গেছেন। মার্কিন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তার বয়স ছিল ৮৪ বছর।
আমেস সিআইএ-তে ৩১ বছর ধরে কাউন্টার ইন্টেলিজেন্স বিশ্লেষক হিসেবে কাজ করেছেন এবং তাঁর স্ত্রী রোসারিও-এর সঙ্গে মিলেমিশে ১৯৮৫ থেকে ১৯৯৩ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নের কাছে তথ্য বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত হন। এতে গোপন মিশনগুলো বিপন্ন হয়েছে এবং মানুষের প্রাণহানি ঘটেছে এবং এর বিনিময়ে তাঁরা ২৫ লাখ ডলারের বেশি অর্থ পেয়েছেন।’
আমেস সিআইএ-এর কাউন্টার ইন্টেলিজেন্স গ্রুপে সোভিয়েত শাখার প্রধান ছিলেন এবং ক্রেমলিনকে শতাধিক রাশিয়ানের নাম জানিয়েছিলেন যারা যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচরবৃত্তি করেছেন।’
ফেডারেল প্রসিকিউটররা বলেছেন যে, ‘আমেস সোভিয়েত ইউনিয়নের জন্য গুপ্তচরবৃত্তি করতেন এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পরও রাশিয়ার কাছে তথ্য বিক্রি করে যাচ্ছিলেন- যতক্ষণ না ১৯৯৪ সালে তিনি ধরা পড়েন।’
আমেসের দেওয়া ভুয়া তথ্যের ওপর নির্ভর করে সিআইএ কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ. ডব্লিউ. বুশ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সোভিয়েত সামরিক সক্ষমতা ও অন্যান্য কৌশলগত বিষয়ে ভুল তথ্য দিয়েছিলেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া এবং আমেরিকা তাদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করার সময় আমেসের মামলা ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।