শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানের রাজধানী তেহরানে চলমান বিক্ষোভ চলাকালে নিক্ষেপ করা টিয়ার গ্যাস দুর্ঘটনাবশত একটি হাসপাতালের দিকে ছড়িয়ে পড়ে।
ইচ্ছাকৃতভাবে হাসপাতাল লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়নি বলে মঙ্গলবার রাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী প্রায়ই টিয়ার গ্যাস ব্যবহার করে আসছে।
এ সব বিক্ষোভে কখনো কখনো প্রাণহানির ঘটনাও ঘটেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তেহরানের কেন্দ্রস্থল সিনা হাসপাতালের পাশের একটি গলিতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।
তেহরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেসের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।
সিনা হাসপাতালটি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সংযুক্ত।
বিবৃতিতে বলা হয়, ‘বিক্ষোভকারীদের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো গ্যাস ছড়ানো স্থান থেকে সরে যাওয়া। এর ফলে কিছু টিয়ার গ্যাস অনিচ্ছাকৃতভাবে হাসপাতালের দিকে ভেসে যায়।’
এতে আরও বলা হয়, টিয়ার গ্যাস ইচ্ছাকৃতভাবে হাসপাতালের ভেতরে নিক্ষেপ করা হয়েছে— এমন দাবি ‘বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের এই বিক্ষোভে অন্তত ২৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে, আর নিহতদের মধ্যে পাঁচ জন অপ্রাপ্তবয়স্ক।
অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছে, যার মধ্যে মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে নিহত এক পুলিশ সদস্যও রয়েছেন।