শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সীমান্তে মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার থাইল্যান্ড অভিযোগ করেছে, এ ঘটনার মাধ্যমে কম্বোডিয়া ১০ দিন আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
থাইল্যান্ডের দাবি, সীমান্তে মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় তাদের একজন সৈন্য আহত হয়েছে। অন্যদিকে নম পেন বলেছে, ‘আবর্জনার স্তূপ’ বিস্ফোরিত হয়ে তাদের দুই সৈন্য আহত হয়েছে।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের কয়েক দশকের পুরনো সীমান্ত বিরোধ গত বছর একাধিকবার সামরিক সংঘর্ষে রূপ নেয়। গত ডিসেম্বরের লড়াইয়ে ডজনখানেক মানুষ নিহত হয় এবং উভয়পক্ষের প্রায় এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়।
তিন সপ্তাহের সংঘর্ষ শেষে দুই দেশ গত ২৭ ডিসেম্বর একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়
থাই সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকালে ‘কম্বোডিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে’। তাদের অভিযোগ, কম্বোডিয়ার বাহিনী থাইল্যান্ডের উবন রাচাথানি প্রদেশে মর্টার নিক্ষেপ করেছে। এতে একজন সৈন্য গুলির টুকরায় আহত হয়েছেন।
পরে আরেক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার পক্ষ থেকে একটি থাই সামরিক ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, থাই ভূখণ্ডে গুলি চালানোর কোনো ইচ্ছা ছিল না। ঘটনাটি কম্বোডীয় সেনাদের একটি ‘কারিগরি বা অপারেশনাল ভুলের’ কারণে ঘটেছে।
থাই সামরিক বাহিনী জানায়, তারা কম্বোডীয় বাহিনীকে সতর্ক থাকতে বলেছে। একই ধরনের ঘটনা আবার ঘটলে থাইল্যান্ডকে পাল্টা পদক্ষেপ নিতে হতে পারে বলেও জানানো হয়েছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াটা বলেন, মঙ্গলবার সকালে কম্বোডিয়ার প্রেহ ভিহিয়ার প্রদেশে দুই কম্বোডীয় সেনা আহত হন। প্রদেশটি থাইল্যান্ডের উবন রাচাথানির বিপরীতে অবস্থিত। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, কম্বোডীয় বাহিনী যখন ‘সংগঠন ও শৃঙ্খলা’ সংক্রান্ত দায়িত্ব পালন করছিল, তখন একটি আবর্জনার স্তূপ থেকে বিস্ফোরণ ঘটে। এতে দুই সেনা আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মে মাসে এই এলাকায় থাই সেনাদের সঙ্গে গোলাগুলিতে এক কম্বোডীয় সেনা নিহত হন। সেই ঘটনার পরই সীমান্ত উত্তেজনা নতুন করে বাড়তে থাকে।