বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫০

যুক্তরাষ্ট্রের উভালদে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় পুলিশ কর্মকর্তার বিচার শুরু

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গত  ২০২২ সালে টেক্সাসের একটি স্কুলে ১৯ শিশুসহ ২১ জনকে হত্যাকারী বন্দুকধারীকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিচার গতকাল সোমবার শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অ্যাড্রিয়ান গঞ্জালেসের বিরুদ্ধে মামলা একটি বিরল উদাহরণ। যেখানে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গণবন্দুক হামলার সময় তার কর্মকাণ্ডের জন্য দায়ী করার হচ্ছে।

গত ২০২২ সালের ২৪ মে উভালদে শহরে একজন কিশোর বন্দুকধারী এআর-১৫ মডেলের অ্যাসল্ট রাইফেল দিয়ে রব প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালালে ১৯ শিশু এবং দুই শিক্ষক নিহত হন। যা এক দশকের মধ্যে আমেরিকার সবচেয়ে মারাত্মক স্কুল গুলিবর্ষণ।

প্রাক্তন স্কুল জেলা পুলিশ প্রধান পিট অ্যারেডোন্ডোর বিরুদ্ধেও এই ট্র্যাজেডির অভিযোগ আনা হয়েছে, তবে তার বিচার আলাদাভাবে করা হবে।

প্রাথমিক প্রতিক্রিয়াকে ব্যাপক সমালোচনা করা হয়, যখন জানা যায় যে এক ডজনেরও বেশি পুলিশ কর্মকর্তা এক ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালানোর সময় সেই ক্লাসরুমগুলোর বাইরে অপেক্ষা করেছিলেন এবং শিশুরা  ভেতরে মৃত বা আহত অবস্থায় থাকলেও তারা কিছু করেনি।

জুলাই ২০২২-এ টেক্সাসের এক আইনপ্রণেতার প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডে সীমান্তরক্ষী, রাজ্য পুলিশ, শহরের পুলিশ, স্থানীয় শেরিফ বিভাগ এবং এলিট ফোর্সের মোট ৩৭৬ জন কর্মকর্তা প্রতিক্রিয়া জানায়।
১৮ বছর বয়সী সালভাদর রামোস নামে শনাক্তকৃত বন্দুকধারীকে ঘটনাস্থলে আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার গঞ্জালেসের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে, যিনি শিশু বিপদের ২৯টি গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন। মারা যাওয়া ১৯ জন শিশুর প্রত্যেকের জন্য একটি এবং বেঁচে থাকা ১০ জন শিক্ষার্থীর জন্য একটি।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সালভাদর রামোসের গুলি চলার পর ওই পুলিশ কর্মকর্তা হামলাকারীর মোকাবিলা করতে এবং পরিস্থিতির মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন।