বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:১৭

মাদুরোর মুক্তির জন্য কমিশন গঠন করলেন ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট 

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল রোববার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লারেসের মুক্তির জন্য একটি কমিশন গঠন করেছেন। 

মার্কিন বাহিনী কারাকাসে এক হামলার মাধ্যমে মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজ তার ভাই জাতীয় পরিষদের সভাপতি জর্জ ও পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলকে কমিশনের সহ-সভাপতিত্বের জন্য মনোনীত করেছেন।

তিনি বলেছেন,  তথ্যমন্ত্রী ফ্রেডি নানেজও এই কমিশনে থাকবেন।

মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত মাদুরোকে গত শনিবার নিউইয়র্কের একটি কারাগারে আটক রাখা হয়েছে এবং আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।