শিরোনাম

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়ার প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সুং-কি আজ সোমবার মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। যিনি প্রায় সাত দশক ধরে ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এবং গত সপ্তাহে খাবার সময় শ্বাসরোধের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯৫৭ সালে পাঁচ বছর বয়সে আত্মপ্রকাশকারী আহন তার দীর্ঘ অভিনয় জীবন এবং কেলেঙ্কারিমুক্ত জীবনের জন্য চলচ্চিত্রপ্রেমী এবং সহকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। বিনোদন জগতে এটি একটি বিরল ঘটনা।
তার কর্ম জীবন দক্ষিণ কোরিয়ান সিনেমার উত্থানের সূচনাকে অনুসরণ করে। তিনি শুরু থেকে অভিনয় জীবনে বিনয়ী ছিলেন। তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জনে পরিণত হয় এবং ‘প্যারাসাইট’ ছবির অস্কার সাফল্যের মধ্য দিয়ে শেষ হয়।
গত ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তার ব্লকবাস্টার ‘সিলমিডো’, যা উত্তর কোরিয়ার নেতাকে হত্যার লক্ষ্যে পরিচালিত একটি গোপন বিশেষ বাহিনীর ইউনিটের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এটি দক্ষিণ কোরিয়ার প্রথম চলচ্চিত্র যা ১ কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন।
আহনের স্ত্রী এবং দুই ছেলে রয়েছে।