শিরোনাম

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার হামলার কারণে দেশব্যাপী বিমান সতর্কতা জারি করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নগরীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কোর বলেন, রাশিয়ার হামলায় রাজধানীতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
কিয়েভের আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক বলেন, রাশিয়ার হামলায় পার্শ্ববর্তী শহর ফাস্টিভে ৭০ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন।
কিয়েভ এবং তার মিত্ররা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাতের অবসান ঘটাতে মার্কিন-মধ্যস্থতায় পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করার সময় রাশিয়া ইউক্রেনের ওপর তার আক্রমণ বৃদ্ধি করেছে।