বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:২০

ভেনেজুয়েলায় অভিযানের পর ক্যারিবীয় আকাশসীমার নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর ক্যারিবীয় অঞ্চলের আকাশপথে আরোপিত নিষেধাজ্ঞা শনিবার রাতে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মাদুরো ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগের মামলা চলছে।

শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রাজধানী কারাকাসে বিমান হামলার পর মাদুরো দম্পতিকে আটক করে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় সময় রাত ১২টা (জিএমটি ০৫০০) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল আবার শুরু হয়।

তিনি বলেন, ‘এয়ারলাইনগুলোকে জানানো হয়েছে। তারা দ্রুত ফ্লাইটের সময়সূচি হালনাগাদ করবে।’

শনিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিজ্ঞপ্তিতে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ক্যারিবীয় আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিল। 

বিজ্ঞপ্তিতে জানায়, নোটিশে বলা হয়, চলমান সামরিক অভিযানের কারণে উড়োজাহাজ চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় আকাশপথ বন্ধ করা হয়েছিল।