বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে : মাদুরোকে উৎখাত করার পর ট্রাম্পের মন্তব্য

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্র্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘চালাবে’। 

ভোরের দিকে রাজধানী শহরের ভেতরে এবং আশেপাশের স্থানে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর ট্রাম্প এই ঘোষণা দেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অভিযান শেষ হওয়ার পরপরই মাদুরোকে প্রথমে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে এবং এরপর হেলিকপ্টারযোগে তাকে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এই দম্পতিকে মাদক পাচার এবং অস্ত্র মামলার মুখোমুখি হতে হবে।

ঝুঁকিপূর্ণ অভিযানের সাফল্য সত্ত্বেও পরবর্তী কী হবে তা ভীষণ অনিশ্চিত।

ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলায় দায়িত্ব নেওয়ার জন্য নিজের মন্ত্রিসভা থেকে ‘কিছু লোকদের মনোনীত’ করছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

আরেকটি আশ্চর্যের বিষয় হলো, ট্রাম্প মার্কিন সেনা মোতায়েন করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে বলেন, ওয়াশিংটন ‘সেনা পাঠাতে ভয় পায় না।’

তবে তিনি দেশটির বিরোধী দলের ক্ষমতা গ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন এবং বলেছেন যে তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে কাজ করতে পারেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করে দেশটির ভেঙে পড়া জ্বালানি অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তাঁর ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিপুল অর্থ ব্যয় করে অবকাঠামো ঠিক করবে।’ 

তিনি বলেন, ‘আমরা প্রচুর পরিমাণে তেল বিক্রি করব।’