বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৮

ভেনিজুয়েলায় মার্কিন অভিযানের পর আন্তর্জাতিক আইনের পক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর, আন্তর্জাতিক আইন ও গণতান্ত্রিক ভবিষ্যতের পক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 

রোববার পৃথক বিবৃতিতে দেশ দুটি এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার সঙ্গে ‘ফাইভ আইজ’ গোয়েন্দা জোটের সদস্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জানায়, তারা ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেন, ‘আমরা সব পক্ষকে সংলাপ ও কূটনীতিকে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হয় এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করা যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইন ও ভেনিজুয়েলার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় এমন একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করে যাব।’

আলবানিজের মতে, গণতান্ত্রিক নীতি, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি ভেনেজুয়েলার শ্রদ্ধা নিয়ে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে নিউজিল্যান্ডও ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, ‘ভেনিজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিউজিল্যান্ড উদ্বিগ্ন এবং আমরা সেখানকার ঘটনাপ্রবাহ সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছি। সব পক্ষেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত এবং আমরা এমনটাই প্রত্যাশা করি।’

এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ন্যায়সংগত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে ভেনেজুয়েলার জনগণের সংগ্রামের পাশে রয়েছে নিউজিল্যান্ড।’

মার্কিন অভিযানের পর আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।