শিরোনাম

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছেন, সব দেশকেই ‘আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত’। মার্কিন বাহিনী বৃহৎ আকারে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করেছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এমন কথা বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পরিস্থিতিকে ‘দ্রুত পরিবর্তনশীল’ আখ্যা দিয়ে স্টারমার আরও বলেন, ‘এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না।’ ‘ঘটনার প্রকৃত তথ্য যাচাইয়ের’ জন্য তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।
যুক্তরাজ্য এখনো বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি, যে নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন। দেশটি সেখানে একটি ‘শান্তিপূর্ণ, আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তর’ দাবি করে আসছে।