শিরোনাম

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কারাকাসে মার্কিন হামলা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘স্পেন উত্তেজনা প্রশমিত করা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।’
২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি স্পেন। ওই নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে। ভোটের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া ভেনেজুয়েলা ছেড়ে মাদ্রিদে আশ্রয় নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পেন ইতোমধ্যে রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। একই সঙ্গে দেশটির জন্য একটি গণতান্ত্রিক, আলোচনার মাধ্যমে অর্জিত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’
২০২৪ সালের নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার কথা উল্লেখ করে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে।
ভেনেজুয়েলার বিরোধীরা অভিযোগ করে, তাদের প্রার্থী গনসালেজ উরুতিয়ার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অযোগ্য ঘোষণার পর শেষ মুহূর্তে গনসালেজ উরুতিয়া প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
এর কয়েক সপ্তাহ পর তিনি একটি স্প্যানিশ সামরিক বিমানে করে ভেনেজুয়েলা ত্যাগ করেন এবং স্পেনে রাজনৈতিক আশ্রয় পান।
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার পাওয়া মারিয়া কোরিনা মাচাদো নাটকীয় পরিস্থিতিতে স্টকহোমে গিয়ে গনসালেজ উরুতিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনের পর থেকে তিনি ভেনেজুয়েলাতেই আত্মগোপনে ছিলেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশই মাদুরোর টানা তৃতীয় মেয়াদ শুরু করার সুযোগ দেওয়া ওই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের স্বীকৃতি দেয়নি।