শিরোনাম

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানের পশ্চিমাঞ্চলে বিক্ষোভ চলাকালে দেশটির আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার দেশটির মেহর সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এটি ছিল অর্থনৈতিক বিক্ষোভের সপ্তম দিন, যা ক্রমে রাজনৈতিক দাবিও অন্তর্ভুক্ত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বাসিজের তত্ত্বাবধানকারী সেনাবাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ডের এক বিবৃতির বরাত দিয়ে মেহর সংবাদ সংস্থা জানায় ‘বাসিজের একজন সদস্য যার নাম আলী আজিজি তিনি হারসিন শহরে সশস্ত্র দাঙ্গাবাজদের সমাবেশের সময় ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন।’