শিরোনাম

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সেনাবাহিনীকে দায়ী করা এক হামলায় রুয়ান্ডা-সমর্থিত এম২৩ যোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন পূর্বাঞ্চলে অন্তত ছয়জন নিহত এবং অন্তত ৪১ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় একটি সূত্র গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সূত্রের তথ্য অনুযায়ী, ওই হামলায় মাসিসিতে অন্তত ৪১ জন আহত হয়েছে। মাসিসি উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদন কেন্দ্র, যা ২০২৫ সালের শুরুতে এম২৩-এর দখলে নেয়।
মাসিসি অঞ্চলের প্রশাসক ইমানুয়েল এনডিজেয়ে এএফপিকে বলেন, ‘শুক্রবার কঙ্গোর সশস্ত্র বাহিনী মধ্য মাসিসিতে বেসামরিক বাড়িগুলোতে বোমা হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
স্থানীয় এক বাসিন্দার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ এবং হামলায় অনেক মানুষ আহত হয়েছে।’
এম২৩-এর মুখপাত্র লরেন্স কানিউকা এই হামলাকে কিনশাসায় কঙ্গোলিজ সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে অভিযোগ করেছে।
আঞ্চলিক ডিআরসি সেনাবাহিনীর মুখপাত্র এখনও এএফপির কাছে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
গত ২০২১ সাল থেকে এম২৩ গোষ্ঠী রুয়ান্ডার সহায়তায় খনিজ সমৃদ্ধ পূর্ব কঙ্গো দখল করেছে, যা এই অঞ্চলে ব্যাপক বাস্তুচ্যুতি ও মানবিক সংকট তৈরি করেছে এবং দশকের পর দশক ধরে চলা সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে।