বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ২৩:২৭

২০২৫ ছিল যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল বছর

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গত বছরটি ছিল যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল বছর। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা মেট অফিস শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেছে, এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের একটি ‘সুস্পষ্ট প্রতিফলন’।

মেট অফিসের এক বিবৃতির বরাত দিয়ে লন্ডন থেকে এএফপি জানায়, ‘২০২৫ সাল এখন ১৮৮৪ সাল থেকে শুরু হওয়া রেকর্ড অনুযায়ী সবচেয়ে উষ্ণ বছরের তালিকায় ২০২২ ও ২০২৩ সালের সঙ্গে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে।’ 

সংস্থাটি জানায়, গত বছর যুক্তরাজ্যের গড় তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি যুক্তরাজ্যের তাপমাত্রার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের একটি ক্রমশ স্পষ্ট হয়ে ওঠা প্রমাণ।’

‘এই রেকর্ড সিরিজে এটি মাত্র দ্বিতীয় বছর, যখন যুক্তরাজ্যের বার্ষিক গড় তাপমাত্রা ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।’

এর আগে ২০২২ সালে ১০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এর ফলে দেখা যাচ্ছে, ১৮৮৪ সালের পর থেকে সবচেয়ে উষ্ণ পাঁচ বছরের তালিকায় যুক্তরাজ্যের সাম্প্রতিক পাঁচ বছরের মধ্যে চারটিই জায়গা করে নিয়েছে। পাশাপাশি, সবচেয়ে উষ্ণ শীর্ষ দশটি বছরই এখন গত দুই দশকের মধ্যে ঘটেছে।

মেট অফিস গত মাসেই ঘোষণা দিয়েছিল, ১৯১০ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর ২০২৫ সাল ছিল যুক্তরাজ্যের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল বছর।

যুক্তরাজ্যে ২০২৫ সালে মোট সূর্যালোকের সময় ছিল ১ হাজার ৬৪৮ দশমিক ৫ ঘণ্টা, যা ২০০৩ সালে গড়া আগের রেকর্ডের চেয়ে ৬১ দশমিক ৪ ঘণ্টা বেশি।

মেট অফিস জানিয়েছে, বসন্তকালে ‘ব্যতিক্রমী’ মাত্রার রোদ এবং গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে পরিষ্কার আকাশ এই রেকর্ড গঠনে সহায়তা করেছে।

সংস্থাটির জলবায়ু অ্যাট্রিবিউশন বিভাগের প্রধান মার্ক ম্যাকার্থি বলেন, ‘এই অত্যন্ত উষ্ণ বছরটি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রত্যাশিত পরিণতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।’

তিনি বলেন, ‘এর মানে এই নয় যে প্রতি বছরই সবচেয়ে উষ্ণ হবে। তবে আমাদের আবহাওয়া পর্যবেক্ষণ ও জলবায়ু মডেল থেকে স্পষ্ট যে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন যুক্তরাজ্যের জলবায়ুকে প্রভাবিত করছে।’