শিরোনাম

ঢাকা, ২ জানুয়ারি ২০২৬ (বাসস) : ইয়েমেনের হাদরামাউত প্রদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রার পর সামরিক ঘাঁটি পুনর্দখলের জন্য একটি ‘শান্তিপূর্ণ অভিযান শুরু করেছে বলে আজ শুক্রবার জানিয়েছেন প্রদেশের গভর্নর সালেম আল-খানবাশি। ইয়েমেনের মুকাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
খানবাশি এই ঘোষণা দেন অল্প সময়ের মধ্যেই, যখন তাকে সৌদি-সমর্থিত ন্যাশনাল শিল্ড বাহিনীর নেতৃত্বে নিয়োগ দেওয়া হয়। হাদরামাউত প্রদেশটি সৌদি সীমান্তবর্তী এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।
সরকারি সংবাদ সংস্থা সাবা নেটকে দেওয়া বিবৃতিতে খানবাশি বলেন, ‘এই অভিযান যুদ্ধ ঘোষণার উদ্দেশ্যে নয়, কিংবা উত্তেজনা বাড়ানোর কোনো চেষ্টা নয়।’
তিনি বলেন, ‘এই অভিযানের লক্ষ্য কোনো রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠী নয়। বেসামরিক নাগরিকদেরও এতে লক্ষ্য করা হবে না।’
ইতোমধ্যে দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনী হাদরামাউত ও পার্শ্ববর্তী মাহরা প্রদেশে প্রবেশ করেছে, যা ওমান সীমান্তবর্তী। এ ঘটনাকে কেন্দ্র করে ইয়েমেনের সরকার-নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বেড়েছে।
২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানায় সরকারকে উৎখাত করে ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলো দখল করার পর ধনী উপসাগরীয় দেশগুলো যৌথভাবে সামরিক জোট গঠন করে।
দশকব্যাপী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পরও হুথিরা তাদের অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোয় ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে।