বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৪

ক্রেমলিনবিরোধী রুশ যোদ্ধা কাপুস্তিনের মৃত্যুর সংবাদ ভুয়া : ইউক্রেন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মস্কোর বিশেষ বাহিনীর নির্দেশে হত্যার পরিকল্পনা ঠেকাতে ক্রেমলিনবিরোধী রুশ যোদ্ধা ডেনিস কাপুস্তিনের মৃত্যুর ঘটনা সাজানো ছিল বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা-জিইউআর।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডেনিস কাপুস্তিন রুশ ভলান্টিয়ার কোরের নেতা। ইউক্রেনে রাশিয়ার হামলার সময় তার নেতৃত্বাধীন এই বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার ভেতরে একাধিক হামলা চালায়। গত শনিবার তার সংগঠন জানায়, তিনি সম্মুখযুদ্ধে নিহত হয়েছেন।

তবে বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভের সঙ্গে এক ব্রিফিংয়ে ভিডিও লিঙ্কে হাজির হন কাপুস্তিন। তিনি ডেনিস নিকিতিন নামেও পরিচিত। বুদানোভ তাকে বেঁচে ফিরে আসায় অভিনন্দন জানান।

গোয়েন্দা সংস্থা জিইউআর এক বিবৃতিতে জানায়, কাপুস্তিনকে হত্যার নির্দেশ দিয়েছিল রাশিয়ার বিশেষ বাহিনী। এই অপরাধ বাস্তবায়নে তারা পাঁচ লাখ ডলার বরাদ্দ করেছিল।

বিবৃতিতে বলা হয়, একটি বিস্তৃত বিশেষ অভিযানের মাধ্যমে তার জীবন রক্ষা করা হয়েছে। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে জড়িতদের রুশ বিশেষ বাহিনীর ভেতরের পরিকল্পনাকারী ও হত্যাকারীরা। 

জিইউআর জানায়, কাপুস্তিন ইউনিটের প্রধান হিসেবে যুদ্ধ ও বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তুতি ব্যক্ত করেছেন।
কাপুস্তিনের সঙ্গে কট্টর ডানপন্থী ও ফুটবল হুলিগানিজমের সম্পর্ক রয়েছে। তিনি আগে মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতার আয়োজন করতেন। ‘হোয়াইট রেক্স’ নামে একটি পোশাক ব্র্যান্ডও পরিচালনা করেছেন। তার কয়েকজন যোদ্ধা প্রকাশ্যে নব্য-নাৎসি মতাদর্শে বিশ্বাসের কথা বলেছেন। রাশিয়া তাকে সন্ত্রাসী ঘোষণা করেছে।

এই ঘটনা ২০১৮ সালের আরেক ঘটনার সঙ্গে মিল রাখে। সে সময় ক্রেমলিনবিরোধী সাংবাদিক আরকাদি বাবচেঙ্কো নিজের হত্যাকাণ্ড ভুয়া সাজিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহযোগিতায় তিনি এটি করেন। তখন কিয়েভ ঘোষণা দেয়, চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডে বাবচেঙ্কো নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে ইউক্রেনজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

কিন্তু পরদিন এক সংবাদ সম্মেলনে বাবচেঙ্কো নিজে হাজির হন। এতে বিশ্বজুড়ে সাংবাদিক সমাজ ও গণমাধ্যম স্বাধীনতা সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

হত্যাকাণ্ড সাজানোর জন্য কিয়েভের তীব্র সমালোচনা হলেও কর্তৃপক্ষ জোর দিয়ে বলে, প্রকৃত হত্যাকাণ্ড ঠেকানোর এটিই একমাত্র উপায় ছিল।