শিরোনাম

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, তার বামপন্থী রাজনীতি সফল হয় কি-না, তা দেখার জন্য পুরো যুক্তরাষ্ট্র তাকিয়ে আছে।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শপথ নেওয়ার পর দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘অনেকেই আমাদের দিকে নজর রাখছে। তারা জানতে চায়, বামপন্থীরা শাসন করতে পারে কি-না। তারা জানতে চায়, যে সব সংগ্রাম তাদের ভোগাচ্ছে, সেগুলোর সমাধান আদৌ সম্ভব কি-না।’
মামদানি আরও বলেন, ‘আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ স্থাপন করব।’