শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, নতুন বছরের শুরুতেও দুই দেশের সংঘাত থামায়নি রাশিয়া। প্রায় চার বছরে পা রাখা এই যুদ্ধকে মস্কো নতুন বছরেও টেনে আনছে বলে মন্তব্য করেন তিনি।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বর্ষবরণের রাতে ইউক্রেনজুড়ে ২০০টিরও বেশি ড্রোন ছুড়েছে রাশিয়া। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই যুদ্ধকে নতুন বছরে নিয়ে এসেছে। তারা রাতভর ইউক্রেনে দুই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিশেষ করে আমাদের জ্বালানি খাতকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।