বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯

সুইস স্কি রিসোর্ট ক্রঁ-মঁতানায় বিস্ফোরণে বিপূল সংখ্যক হতাহত

ঢাকা, ১ জানুয়ারি ২০২৬ (বাসস) : সুইজারল্যান্ডের বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্রঁ-মঁতানায় একটি বারে ভয়াবহ বিস্ফোরণে বেশ ক’জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সুইস পুলিশ এ তথ্য জানিয়েছে। জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভালাই ক্যান্টনের পুলিশ মুখপাত্র গায়েতাঁ লাথিয়ঁ এএফপিকে বলেন, ‘অজ্ঞাত কারণে একটি বিস্ফোরণ ঘটেছে।’

তিনি বলেন, ‘এতে বেশ ক’জন আহত হয়েছেন ও ক’জন নিহত হয়েছেন।’