শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নববর্ষ উদযাপনে সিডনিতে এবার ছিল বিষণ্নতার ছোঁয়া। মধ্যরাতে আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানানোর আগে বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উৎসবকারীরা।
বিশ্বজুড়ে মানুষ ২০২৫ সালকে বিদায় জানায়, যে বছরটি ছিল রেকর্ড করা অন্যতম উষ্ণ বছর। বছরজুড়ে আলোচনায় ছিল ট্রাম্পের শুল্কনীতি, গাজার যুদ্ধবিরতি ও ইউক্রেনে শান্তির অপূর্ণ আশাবাদ।
দুই সপ্তাহ আগে, বন্ডাই বিচে একটি ইহুদি উৎসব চলাকালে সেখানে ভয়াবহ বন্দুক হামলার পর, নিরাপত্তা জোরদার করা হয়। মর্মান্তিক ওই ঘটনায় ১৫ জন নিহত হয়।
এটি ছিল প্রায় ৩০ বছরে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।
বুধবার রাতে সিডনির উপকূলে জড়ো হওয়া লাখো মানুষের ভিড়ের মধ্যে ভারী অস্ত্রধারী পুলিশ টহল দেয়।
মধ্যরাতের এক ঘণ্টা আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। শান্তির প্রতীক হিসেবে সিডনি হারবার ব্রিজ সাদা আলোয় আলোকিত করা হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক ভিডিও বার্তায় বলেন, ‘নতুন বছরের শুরুতে যে আনন্দ আমরা সাধারণত অনুভব করি, তা এবার অতীতের বেদনায় ম্লান।’
ঠিক মধ্যরাতে আতশবাজি ফাটিয়ে ২০২৬ সালকে বরণ করা হয়।
ইংল্যান্ডের পর্যটক সুসানা সুইসুইক্লি বলেন, ‘আতশবাজি দেখা সব সময়ই আমার স্বপ্নের তালিকায় ছিল। এখানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত।’
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও নিউজিল্যান্ড সবার আগে ২০২৬ সালে প্রবেশ করে।
সিডনির পর সিউল ও টোকিওতেও বর্ষবরণ উদযাপন শুরু হয়, আর এরপর বর্ষবরণ ছড়িয়ে পড়ে নিউইয়র্ক ও স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী হগম্যানাই উৎসব পর্যন্ত।
ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সৈকতে বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনে বিশ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছিল।
এদিকে হংকংয়ে ভিক্টোরিয়া হারবারে নির্ধারিত নববর্ষের আতশবাজি বাতিল করা হয়।
নভেম্বর মাসে একটি অগ্নিকাণ্ডে ১৬১ জন নিহত হওয়ায় তাদের স্মরণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনেকের কাছে ২০২৫ সাল ছিল চাপ ও উত্তেজনার বছর।
লাবুবু পুতুল বিশ্বজুড়ে উন্মাদনা তৈরি করে, লুভর জাদুঘরে ঘটে দুঃসাহসিক চুরি, আর কে-পপ তারকা বিটিএস বহু প্রতীক্ষার পর ফিরে আসে।
বিশ্ব হারায় প্রখ্যাত প্রাণিবিজ্ঞানী জেন গুডলকে, ভ্যাটিকান পায় নতুন পোপ, আর ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের গভীর রাজনৈতিক বিভাজন উন্মোচিত করে।
জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে শুল্ক আরোপের ঝড় তোলেন। তার এই পদক্ষেপ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করে।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘শক্তিশালী সীমান্ত, শূন্য মুদ্রাস্ফীতি, শক্তিশালী সামরিক বাহিনী ও চমৎকার অর্থনীতি— এগুলো কি ভালো নয়? শুভ নববর্ষ!’
গত বছরের কঠিন সময় ২০২৬ সালেও অব্যহত থাকবে বলে অনেকেই আশঙ্কা করছেন।
মেক্সিকো সিটির ব্যবসায়ী ইনেস রদ্রিগেজ (৫০) বলেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি খুবই সংকটাপন্ন। আমি আমার রোজগার হারানোর আশঙ্কা করছি।’
দুই বছরের যুদ্ধের পর অক্টোবরে যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর স্থায়িত্ব নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েই গেছে।
গাজা সিটির বাসিন্দা শিরিন আল-কায়ালি বলেন, ‘আমরা ২০২৫ সালকে গভীর শোক নিয়ে বিদায় জানাচ্ছি। আমরা মানুষ ও সম্পদ হারিয়েছি। বোমাবর্ষণ আর আতঙ্কের মধ্যে আমরা এক শহর থেকে আরেক শহরে বাস্তুচ্যুত হয়েছি।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা পরস্পরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়াতে চলেছে। এই যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখনও যুদ্ধবিরতির কোনো আভাস পাওয়া যাচ্ছে না।
খেলাধুলা, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সামনের বছরটি খেলাধুলা, মহাকাশ অভিযান ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্নে ভরপুর হতে যাচ্ছে।
নাসার আর্টেমিস-২ মিশনে ৫০ বছরেরও বেশি সময় পর মানুষচালিত মহাকাশযান চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে।
এআই নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে।
নতুন বছরের ফেব্রুয়ারিতে ইতালিতে মিলানোকর্তিনা শীতকালীন অলিম্পিকস অনুষ্ঠিত হবে, আর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। দেশ তিনটি যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপে বিশ্বের ক্রীড়ামোদী দর্শকদের শেষবারের মতো এই বৈশ্বিক মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো অত্যন্ত জনপ্রিয় তারকাদের খেলা দেখার সুযোগ মিলতেও পারে।