বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

দ্বিতীয় মেয়াদে প্রথমবার ভেটো ক্ষমতা প্রয়োগ করলেন ট্রাম্প

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে দুটি বিল বাতিল করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করে একটি পানি সরবরাহ পাইপলাইন প্রকল্প এবং একটি আদিবাসী সংরক্ষিত এলাকার সম্প্রসারণ বিষয়ক বিল প্রত্যাখ্যান করেছেন। 

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এফপি এ খবর জানায়।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প সোমবার দ্বিদলীয় সমর্থন পাওয়া বিলগুলোতে ভেটো দিয়েছেন। প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করতে হলে সিনেট ও প্রতিনিধি পরিষদকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলগুলো আবার পাস করতে হবে।

বিল দুটির একটি ছিল ‘ফিনিশ দ্য আরকানসাস ভ্যালি কন্ডুইট অ্যাক্ট’, যা কলোরাডোর ইস্টার্ন প্লেইন্সে পরিষ্কার পানি সরবরাহের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আনা হয়েছিল।

কংগ্রেসে পাঠানো ভেটো ব্যাখ্যামূলক চিঠিতে ট্রাম্প বলেন, প্রকল্পটির খরচ অত্যধিক এবং তিনি ‘আমেরিকান করদাতাদের ব্যয়বহুল ও অবিশ্বস্ত নীতির বোঝা থেকে রক্ষা করছেন।’

পাইপলাইন প্রকল্পটির প্রস্তাব প্রথম আসে ১৯৬০-এর দশকে, প্রেসিডেন্ট জন এফ কেনেডির শাসনামলে। ভেটো হওয়া বিলটি কংগ্রেসের দুই কক্ষেই সর্বসম্মত সমর্থন পেয়েছিল। কলোরাডোর দুই ডেমোক্র্যাট সিনেটর ছাড়াও রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট ও জেফ হার্ড বিলটির পক্ষে ছিলেন।

ভেটোর পর বোবার্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা এখানেই শেষ নয়।’

হোয়াইট হাউস আরও জানিয়েছে, ট্রাম্প সোমবার ‘মিকোসুকি রিজার্ভড এরিয়া অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট’ বিলেও ভেটো দিয়েছেন। এ বিলের মাধ্যমে ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের ওসিওলা ক্যাম্প এলাকায় মিকোসুকি আমেরিকান উপজাতির নিয়ন্ত্রণ বাড়ানোর প্রস্তাব ছিল।

এ গোত্রটি এ বছর এভারগ্লেডসে অবস্থিত একটি অভিবাসন আটক কেন্দ্রের বিরুদ্ধে মামলা করে, যা ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নামে পরিচিত। এক ফেডারেল বিচারক কেন্দ্রটির বড় অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন, ফলে কার্যত সেটি বন্ধ হয়ে যায়।

ট্রাম্প বলেন, ওসিওলা ক্যাম্পে বসবাসের অনুমতি মিকোসুকি গোত্রের নেই। তিনি জানান, তাঁর প্রশাসন করদাতাদের অর্থ ‘বিশেষ স্বার্থগোষ্ঠীর প্রকল্পে’ ব্যয় করতে দেবে না—বিশেষ করে যেসব গোষ্ঠী তাঁর অভিবাসন নীতির সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়।’

মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা খুব কমই প্রয়োগ করা হয়।
প্রথম মেয়াদে ট্রাম্প মোট ১০টি বিলে ভেটো দিয়েছিলেন। তাঁর পূর্বসূরি জো বাইডেন চার বছরের মেয়াদে ১৩টি বিলে ভেটো দেন।