বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

‘দ্য ওয়্যার’-এর অভিনেতা আইজায়া হুইটলক জুনিয়র মারা গেছেন

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : এইচবিওর জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘দ্য ওয়্যার’-এ দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের চরিত্রে অভিনয় করে সুপরিচিত মার্কিন অভিনেতা আইজায়া হুইটলক জুনিয়র মারা গেছেন। মঙ্গলবার ৭১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার। লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ম্যানেজার ব্রায়ান লিবম্যান লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু ও ক্লায়েন্ট আইজায়া হুইটলক জুনিয়র আমাদের ছেড়ে চলে গেছেন। যিনি তাঁকে চিনতেন, তিনিই তাঁকে ভালোবাসতেন। তিনি ছিলেন এক অসাধারণ অভিনেতা, আর তার চেয়েও ভালো মানুষ।’

‘দ্য ওয়্যার’ সিরিজে কুখ্যাত রাজনীতিক ‘ক্লে ডেভিস’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন হুইটলক। বাল্টিমোর শহরের মাদকপাচার ও অপরাধ জগতের অন্ধকার দিক নিয়ে সাবেক সাংবাদিক ডেভিড সাইমনের বাস্তবধর্মী গল্পের ওপর নির্মিত ছিল সিরিজটি।

মঙ্গলবার ডেভিড সাইমন অভিনেতার স্মরণে হুইটলকের একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাঁর চোখে-মুখে ছিল শান্ত হাসি।

১২৫টিরও বেশি অভিনয়কৃত কাজ রয়েছে হুইটলকের ঝুলিতে। কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল তাঁর কর্মজীবন। অস্কারজয়ী পরিচালক স্পাইক লির বহু চলচ্চিত্রে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এসব ছবির মধ্যে রয়েছে— ‘শি হেইট মি’,  ‘টোয়েন্টি ফিফথ আওয়ার’, ‘ রেড হুক সামার’, ‘চি-রাক’, ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ও ‘দ্য ফাইভ ব্লাডস।’

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় জন্ম নেওয়া হুইটলক ছিলেন ১০ সন্তানের পরিবারের মধ্যম সন্তান। তাঁর বাবা ছিলেন স্টিল মিলের কর্মী।

তিনি সাউথওয়েস্ট স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে সান ফ্রান্সিসকোর ‘আমেরিকান কনজারভেটরি থিয়েটার’-এ নাট্যকলা বিষয়ে পড়াশোনা করেন।