শিরোনাম

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পেরুর মাচু পি”ুতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিখ্যাত ইনকা দুর্গের নিকটতম শহর কুসকোতে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহত ব্যক্তি দুটি ট্রেনের একটির কন্ডাক্টর ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, তারা আহত ট্রেন যাত্রীদের সনাক্ত করার জন্য কাজ করছেন, যাদের মধ্যে অনেকেই বিদেশী পর্যটক এবং তাদের বেশিরভাগই গুরুতর আহত।
আরপিপি টেলিভিশন চ্যানেলে যাত্রীদের পাঠানো ভিডিওতে দেখা গেছে যে আহতরা রেললাইনের পাশে পড়ে আছেন এবং দুটি ক্ষতিগ্রস্ত লোকোমোটিভ দাঁড়িয়ে আছে।
প্রত্যন্ত আন্দিয়ান এই অঞ্চলে এক ডজন অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পর্যটন মন্ত্রণালয় জানায়, গত ১৯৮৩ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত মাচু পিচুতে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ৫শ’ পর্যটক আসেন, যাদের মধ্যে অনেকেই বিদেশী রয়েছে।
বেশিরভাগ পর্যটক আন্দিজ পর্বতমালার উঁচুতে অবস্থিত ঐতিহাসিক স্থানে পৌঁছানোর জন্য ট্রেন এবং বাস ব্যবহার করেন।
রেল সংস্থা ফেরোক্যারিল ট্রান্সানডিনো জানিয়েছে, পেরু রেল পরিচালিত একটি ট্রেন দুপুরের খাবারের সময় ইনকা রেলের আরেকটি ট্রেনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যা ওলান্টায়টাম্বো শহরকে মাচু পিচুর সাথে সংযুক্ত করেছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।